দেবীপক্ষের সূচনা হতে না হতেই , অনেকেই তৃতীয় থেকে বেরিয়ে পড়েছে প্যান্ডেল হপিং- এ। সেই সময়ই চতুর্থীর রাতে ইএম বাইপাসের ক্যাপ্টেন ভেরির কাছে ঘটে ভয়াবহ বাইক দুর্ঘটনা। বাইকে ছিল ২৪ বছরের এক যুবক ও তারই বান্ধবী। দুর্ঘটনাটি ঘটে রাত সোয়া ২টো নাগাদ।
পুলিশ সূত্রে খবর, বেপরোয়া গাড়ির গতির কারণে বাইকের চাকা পিছলে রাস্তায় পড়ে যান যুগল। ঘটনায় তরুনীর অবস্থা আশঙ্কাজনক, এবং যুবকের মাথা ধড় থেকে বিচ্ছিন্ন হয়ে উল্টো দিকের রাস্তায় গিয়ে পড়ে মৃত্যু ঘটে তার। সায়েন্সসিটি থেকে চিংড়িঘাটা যাওয়ার সময় বাইকের চাকা পিছলে যায়। আপাতত বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সেই তরুণী।
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, বাইকের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি। তাদের মাথায় ছিলনা হেলমেট। মৃত যুবকের নাম ইন্দ্রজিৎ দে ও শুভ্রা নাথ দে। দুজনেরই বাড়ি বাঁশ দ্রণীর গড়িয়ার নাথ পাড়ায়।