আরজি কর-এ আন্দোলনে অনড় পড়ুয়ারা।

কলকাতা স্বাস্থ্য

কাটল না জট। আরজি কর মেডিক্যাল কলেজে এখনও চলছে পড়ুয়াদের অনশন। দাবি দাওয়া না মেটালে, আন্দোলন থেকে পিছপা হবেন না, সাফ জানিয়ে দিয়েছে আন্দোলনকারীদের একাংশ।

আরজি কর মেডিক্যাল কলেজে অচলাবস্থা অব্যাহত। অধ্যক্ষের ইস্তফা, পরিকাঠামোগত উন্নয়ন-সহ বিভিন্ন দাবিতে এখনও আন্দোলনে অনড় চিকিৎসক-পড়ুয়াদের একাংশ। ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত পড়ুয়াদের বেশ কয়েকজন। আন্দোলনস্থলেই ৩ জনকে দেওয়া হচ্ছে স্যালাইন। আন্দোলনকারী এক পড়ুয়া জানিয়েছেন, কলেজ কাউন্সিল মীমাংসা করছে না। অনেকেই অসুস্থ হয়ে পড়েছে।

এদিকে, সমস্যার সমাধান নিয়ে শুক্রবার ফের বৈঠকে বসেন, কলেজ কাউন্সিল।কিন্তু আন্দোলনরত পড়ুয়াদের দাবি, কলেজ কাউন্সিল তাঁদের দাবি দাওয়া মেনে নেয়নি। তাই অনশন চালিয়ে যাবেন তাঁরা। দীর্ঘদিন ধরেই অশান্ত পরিবেশ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে গত ২ অক্টোবর সাময়িকভাবে অচলাবস্থা কাটে। কিন্তু বিক্ষোভ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। সুত্রের খবর, অধ্যক্ষের ইস্তফার পাশাপাশি, পরিকাঠামো উন্নয়ন-সহ একাধিক দাবিতে শুক্রবার বেলা ১২টা নাগাদ হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘেরাও করেন চিকিত্‍সক পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের একাংশ। রাত ভোর চলে ঘেরাও অবস্থান। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় মধ্যস্থতার জন্য দু-পক্ষকে নিয়ে গভীর রাতে আলোচনায় বসেন। যদিও এই মধ্যস্থতায় জট কাটেনি। অচলাবস্থা চলে প্রায় ১৬ ঘণ্টা। শেষপর্যন্ত শনিবার ভোর চারটে নাগাদ ঘেরাও অবস্থান তুলে নেন আন্দোলনকারীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *