২০২০ – এর মাঝামাঝি সময়ে অর্থাৎ মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। পিছিয়ে পড়ছে পড়ুয়ারা। সমস্ত কিছুই হচ্ছে অনলাইনে। এই করোনা আবহে স্কুল কবে খুলবে? এই নিয়ে বহু আলোচনাও হয়।ইউজিসি থেকেও অনেক বার পদক্ষেপ নেওয়া হয়েছিল স্কুল খোলার।কিন্তু করোনার তৃতীয় ঢেউ বাচ্চাদের উপর বেশি সংক্রমিত হওয়ায় পিছিয়ে পড়ে তারা।
এক্ষেত্রে নানান স্বাস্থ্যবিধি মেনে তবেই খুলতে হবে স্কুল, এমনটাই জানালেন কেন্দ্র। পড়ুয়াদের নিরাপত্তার সমস্ত দায়িত্ব পালন করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। কোভিড বিধি মানতে হবে কঠোরভাবে। নইলে স্বীকৃতিও কাড়তে পারে কেন্দ্র।