৬ ইঞ্চির দুর্গা প্রতিমা তৈরি করে সবাইকে অবাক করলো ক্লাস টু এর ছাত্র

সংস্কৃতি

পরিবারের অজান্তেই কখন কিভাবে যে প্রতিমা তৈরি করা শিখে ফেলেছে বাড়ির ছোট বাচ্চাটি তা সকলেরই অজানা। একদিন স্কুল থেকে বাড়ি ফিরে হঠাৎ ঠাকুমার কাছে আবদার আমাকে মাটি আর বাঁশের কঞ্চি জোগাড় করে দাও, ৬ ইঞ্চির কার্ড প্রয়োজন। নাতির কথামতো ঠাকুরমা তার সাধ্যমত মাটি এবং কঞ্চি কাটার ব্যবস্থা করে দিল। দুই চার দিনের মধ্যেই পরিবারের লোক দেখে অবাক একজন বিশিষ্ট মৃৎশিল্পের মতোই সে ছয় ইঞ্চি কাঠামো বিশিষ্ট দুর্গা প্রতিমার আকার দিয়ে ফেলেছে। তারপর আস্তে আস্তে ৮ বছর বয়সী স্বর্ণ ঘোষ একটি সম্পূর্ণ মাটির দুর্গা প্রতিমা বানাতে সক্ষম হয়েছে। তার অবিভাবক জানান “এত ছোট বয়সে এখনকার বাচ্চারা মোবাইল গেম নিয়ে ব্যস্ত কিন্তু আমার বাচ্চা যে ভেতরে ভেতরে এতটা ক্রিয়েটিভ হয়ে উঠেছে সেটা আমরা সত্যি অবাক।” এছাড়া অবসরপ্রাপ্ত দিল্লি পুলিশের ভারপ্রাপ্ত এসআই বলেন “আমার চাকরি জীবনে আমি এরকম ছোট প্রতিমা কখনো দেখিনি। যেটা আমার ছোট নাতি আমাদেরকে উপহার দিয়েছে তবে ওখানে সব থেকে বেশি সহযোগিতা করেছে আমার স্ত্রী সে তার নাতির আপদার মত প্রতিমা তৈরি করার যে সমস্ত সরঞ্জাম তা জোগাড় করে দেয়ার ব্যবস্থা করেছেন। অন্যদিকে স্বর্ণের জেঠিমা বলেন “আমাদের ছেলে যে প্রতিমা তৈরি করেছে সে প্রতিমা আমরা বড় প্রতিমার মত নির্দিষ্ট নিয়ম মেনেই তার পূজার্চনার ব্যবস্থা করব ইতিমধ্যেই পূজোর কাজ আমরা শুরু করে দিয়েছি।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *