পুজোর সময় এমনিতেও বাড়ে বাণিজ্যিক গ্যাসের দাম। দাম বৃদ্ধির কারণে কলকাতায় ১৯ কেজি রান্নার গ্যাসের দাম ১ হাজার ৮০৫ টাকা 50 পয়সা। এক ধাক্কায় 35 টাকা বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম। পুজোর সময় দাম বাড়ানোয় সমস্যার সম্মুখীন হতে পারেন ব্যবসায়ীরা।
গত মাসে কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বাড়িয়ে ৯১১ টাকা। আবার কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১ হাজার ৭৭০ টাকা ৫৯ পয়সা। এর আগে ১৭ ই আগস্ট ২৫ টাকা বেড়েছিল রান্নার জ্বালানির উপর। দু সপ্তাহের LPG গ্যাসের উপর মোট 50 টাকা বাড়ানো হয়েছে।
করোনার মত আবহে অনেক মধ্যবিত্তরা চাকরি হারিয়েছে, অনেকের ইনকাম কমেছে, ব্যবসায় ঘাটতি দেখা যাচ্ছে। সেই সময় গ্যাসের দাম বাড়ায় মধ্যবিত্ত দের মাথায় হাত পড়ে গেছে। তাদের কথা মতন যে হারে গ্যাসের দাম আগুন ছোঁয়া হচ্ছে, এবার হেসেলেও আগুন ধরবে এমনটাই আশঙ্কা।রান্নার গ্যাসের পাশাপাশি দাম বেড়েছে পেট্রোল, ডিজেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের।