কালনা মহকুমা হাসপাতালে ভর্তি ১৫১ জন শিশু!

জেলার খবর পূর্ব বর্ধমান বর্ধমান ডিভিশন স্বাস্থ্য

কালনা মহকুমা হাসপাতাল এই মাসে ৬ দিনে ভর্তি হয়েছেন ১৫১ জন শিশু। সকলেরই একই উপসর্গ দেখা দিচ্ছে, সর্দি কাশি ও জ্বর। বিশেষজ্ঞদের কথা অনুযায়ী বলা হয়েছিল করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়বে শিশুদের উপর।সে কথা মাথায় রেখে কালনা মহকুমা হাসপাতালে সুপার অরূপ রতন করণ সকল শিশুদের কোভিড পরীক্ষা করান। তাদের সকলেরই রিপোর্ট নেগেটিভ আসাই কিছুটা নিশ্চিন্ত হন তারা। সোমবার বেলা ১২ পর্যন্ত কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন হয় ২০ জন শিশু। তাদের সকলেই অবস্থা এখন স্থিতিশীল।

কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পরও সব রকমের কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সুপার অরূপ রতন করন। সর্দি কাশির পাশাপাশি, জ্বরে আক্রান্ত শিশুরা ও ভর্তি হয়েছে আমতার স্থানীয় হাসপাতালে। শিশুদের মায়েরা জানায়- “সাত-আট দিন ধরে জ্বর ওষুধ খাওয়ালে জ্বর কমছে কিন্তু ফের কিছুক্ষণ পর জ্বর আসছে”।আমতার গ্রামীণ হাসপাতাল এখনো পর্যন্ত জ্বরে আক্রান্ত শিশুদের সংখ্যা 25 জন। হাওড়ার সিএমওএইচ নিতাই চন্দ্র মন্ডল বলেন-“একটি বড়ো হাসপাতালে 25 জন শিশু ভর্তি হওয়া এমন কোন ব্যাপার না, ভাইরাল ফিভার এর সমস্ত গাইডলাইন মেনে চলুন, অযথা আতঙ্কিত হবেন না।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *