জোড়া ঘূর্ণবাতের আশঙ্কা রাজ্যে!

কলকাতা

রবিবার থেকে ফের রাজ্যে ভারী বর্ষণ।আবহাওয়া দপ্তরের সূত্রে খবর জোড়া ঘূর্ণবাত এর পূর্বাভাস পাওয়া যাচ্ছে।গত সপ্তাহের বৃষ্টিতে জলমগ্ন হয়েছে কলকাতা শহর সহ অন্যান্য ছোট ছোট এলাকা গুলি। এই দুর্যোগ রাজ্যবাসী কাটিয়ে উঠতে না উঠতেই, ফের চলতি সপ্তাহের রবিবারে হতে চলেছে ভারী বৃষ্টিপাত। আইএমডি সূত্রে খবর, দুর্গা পুজোর আগে ভারী বৃষ্টিপাত হতে পারে।যেখানে দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের কালো মেঘ ছেয়ে আছে, সেই জায়গায় উত্তরবঙ্গের আবহাওয়ার শিথিল প্রকৃতির। বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কা রয়েছে, নানা জেলায়।

ইতিমধ্যে যে সকল জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। যে সকল জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলা গুলি হল- হুগলি, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝারগ্রাম। এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আজ হালকা বৃষ্টি হবে। এই ঘূর্ণবাতের সৃষ্টি হয়েছে- মায়ানমার সংলগ্ন উপকূলে ও গালস অফ মার্তাবানে তৈরি হয়েছে নয়া ঘুর্ণবাত। সেটি এখন ধীরে ধীরে অবস্থান করেছে বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব সীমানায়।

শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি হবে নিম্নচাপ। মৌসুমী অক্ষরেখার ওড়িশার বালাসোর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করায় রাজস্থানের একটি নতুন ঘূর্ণবাতের সৃষ্টি হয়। বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় ক্রমশ সেটি উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে আসতে পারে। সেই কারণেই দক্ষিণবঙ্গের এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি সূত্রে খবর এবারের বর্ষার ইনিংস চলবে পুজোর আগে পর্যন্ত। অর্থাৎ অক্টোবর পর্যন্ত দাপট রাখবে বর্ষা। এর আগে বৃষ্টিতে 142 মিলিমিটার বর্ষণে ডুবেছে কলকাতা শহর। সূত্রে খবর, এই নিম্নচাপ ক্রমশ দুর্বল হয়ে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে। সেই জায়গা থেকে পুজোর আগে বাঙালি আপাতত ভালো আবহাওয়ার মুখাপক্ষী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *