কলকাতা: অতি বৃষ্টির জলে এখনও ভাসছে দক্ষিণবঙ্গ। বিপর্যয় বাড়িয়েছে ঝাড়খণ্ডের জল। এখনও ডুবে কলকাতার বেশ কিছু এলাকা। এরই মধ্যে গোদের উপর বিষ ফোঁড়ার আভাস। ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আগামী বুধবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা গিয়েছে। বাংলাদেশ লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস।
চলতি সপ্তাহে বাংলার উপর তৈরি হওয়া নিম্নচাপের জের এখনও সামলে ওঠা যায়নি। আবারও নতুন করে দুর্যোগের ভ্রুকুটি। গত কয়েকদিন দাপট দেখিয়ে যে নিম্নচাপ উত্তর প্রদেশের দিকে সরে গিয়েছে, তার ফলে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের দিকে সরে যাওয়ার একটা ইঙ্গিত রয়েছে। রবিবার রাতের মধ্যেই তা হওয়ার কথা।
এখনও অবধি যা পূর্বাভাস তাতে মঙ্গলবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত চলতি সপ্তাহের বর্ষণের জেরে এই দুই জেলাই প্লাবিত। তার পরের দু’দিন বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের নামও। কলকাতাতে এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বরং মাঝারি বৃষ্টিপাত হতে পারে মহানগরে। ভারী হোক বা মাঝারি, প্লাবিত বাংলায় এই মুহূর্তে বৃষ্টির আভাসই যে অশনি সঙ্কেত তা বলাই বাহুল্য।