অবশেষে লন্ডনে মমতা! পথেই ছিল এক বিরাট চমক, মুখ্যমন্ত্রী বললেন, দুবাই বিমানবন্দরে দুই তরুণীর ঘটনা যেন উৎসবের মতো।
দেখুন আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Swastikbangla1
অবশেষে লন্ডনে মমতা
রবিবার ভারতীয় সময় দুপুর ১২টায় লন্ডনে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে যখন তিনি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন, তখন লন্ডন স্বাভাবিক বৃষ্টিতে ভেজা অবস্থায় দেখা যায়। তীব্র ঠান্ডার কারণে বাংলার মুখ্যমন্ত্রী প্রায় ১২ ঘন্টা দেরিতে সেখানে পৌঁছান
আরও পড়ুন- ঘর থেকে টেনে বের করে রাস্তার মোড়ে মারব- দিলীপ ঘোষ
বন্দরে বিদ্যুৎ বিভ্রাট
শনিবার স্থানীয় সময় সকাল থেকে বন্দরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় বাংলার মুখ্যমন্ত্রীর বিমান বিলম্বিত হয়। শনিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে রওনা হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় দুবাই হয়ে লন্ডনে পৌঁছান। অবশেষে, মুখ্যমন্ত্রী ১২ ঘন্টা দেরিতে লন্ডনে পৌঁছান।
