ডঙ্গল সার্বজনীন রাস উৎসব পায়ে পায়ে ৩২ বছর

অফবিট জেলার খবর সংস্কৃতি

বছরান্তে উৎসবের একটি অন্যতম উৎসব রাস উৎসব। যদিও রাস উৎসব বলতে নবদ্বীপের কথায় সবার আগে সকলের মনে আসবে তবুও আমাদের আশপাশের যে ক’টি সার্বজনীন রাস উৎসব পালিত হয় তার মধ্যে অন্যতম অবশ্যই ডঙ্গল সার্বজনীন রাস-উৎসব।ডঙ্গল সার্বজনীন রাস উৎসব এবার ৩২ বছরে পদার্পণ করল। ডঙ্গল সহ আশেপাশে বেশ কয়েকটি গ্রামের মানুষের আন্তরিক সহযোগিতা এবং ঐকান্তিক প্রচেষ্টায় এই উৎসব পালিত হয়।রাস উৎসব কে কেন্দ্র করে ডঙ্গল সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের মধ্যে বাঁধভাঙ্গা আনন্দ, যদিও করোনা বিধির সমস্ত প্রোটোকল কে প্রাধান্য দিয়ে পালিত হচ্ছে এই রাস-উৎসব আর সে কথায় জানান রাস উৎসব কমিটির অন্যতম উপদেষ্টা সঞ্জিত অধিকারী মহাশয়। করোনার কারণে সেই ভাবে কোনো বড় অনুষ্ঠান হচ্ছে না তবে গ্রামের শিল্পীদের নিয়ে ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছেন পুজো কমিটি।এই উৎসবের মাঝেই প্রায় আড়াইশো জন অসহায়-দুঃস্থদের শীতবস্ত্র প্রদান করবেন কমিটির পক্ষ থেকে যা এই আর্থিক অনটনের সময় এক অন্যতম প্রয়াস বলেই মনে করেন এলাকার বিশিষ্ট জনেরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *