রামপুরহাট পৌরসভার উদ্যোগে মেডিকেল কলেজের বেডে শুয়েই মিললো স্বাস্থ্য সাথী কার্ড।

জেলার খবর বর্ধমান ডিভিশন বীরভূম রাজ্য স্বাস্থ্য

এবার রামপুরহাট পৌরসভার উদ্যোগে মেডিকেল কলেজের বেডে শুয়েই মিললো স্বাস্থ্য সাথী কার্ড। রামপুরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আরতি কোনাই মন্ডল বেশ কিছুদিন ধরেই রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন, দুয়ারে সরকারে তিনি আবেদন করেছিলেন স্বাস্থ্য সাথী কার্ড এর, সেই কার্ডের URN নাম্বার জেনারেট হয়ে যাওয়ায় স্বাস্থ্য সাথী কার্ড এর ছবি তোলার জন্য দেওয়া হয়। কিন্তু তিনি হাসপাতালে ভর্তি থাকার জন্য সেই ছবি করতে পারেন নি। রামপুরহাট পৌরসভায় ঘটনা জানানোর পর পৌরসভার তরফ থেকে রামপুরহাট হাসপাতালের বেডে গিয়ে তার স্বাস্থ্য সাথী কার্ড করে তার হাতে তুলে দেওয়া হয়। তার বড় একটা অপারেশন হয় বাচ্চা প্রসবের জন্য যদিও এই মুহূর্তে কোন রকম সমস্যা নেই তবু আগামীতে চিকিৎসার জন্য আর্থিক প্রয়োজন হতে পারে তাই স্বাস্থ্য সাথী কার্ড যাতে হাতছাড়া না হয় সেজন্য তিনি পৌরসভায় আবেদন করেন। তার আবেদনের ওপর ভিত্তি করে আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ রামপুরহাট মহকুমা হাসপাতালে গিয়ে ওই মহিলার স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করে তার হাতে তুলে দেওয়া হয়। হাসপাতালের বেডে শুয়ে স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে রামপুরহাট পৌরসভাকে ধন্যবাদ জানিয়েছেন আরতি কোনাই পাশাপাশি রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড প্রকল্প যেন প্রত্যেক মানুষ পাই সেই কামনা করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে।

রামপুরহাট পৌরসভার সহকারি বাস্তুকার ডালটন চ্যাটার্জী জানান ওই মহিলার নাম এসেছিল ছবি তোলার জন্য। কিন্তু তিনি বর্তমানে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং আরো বেশ কিছুদিন তিনি হাসপাতালের বেডে থাকবেন তাই তার কার্ড করা সম্ভব হচ্ছিল না। পৌরসভায় এসে তিনি আবেদন করেন যাতে হাসপাতালে গিয়ে তার কার্ড করে দেওয়া হয়, সেই মত আজ সন্ধ্যেবেলায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে হাসপাতালের বেডে ওই মহিলার স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করে  তার হাতে তুলে দেওয়া হয়।

এতে আরতি কোনাই এর পরিবার ৫ লক্ষ টাকার সাস্থ্য পরিসেবা পাবেন আগামী দিনে।

 

রামপুরহাট থেকে মৃন্ময় লাহিড়ীএর রিপোর্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *