কোজাগরি লক্ষীপূজোতে বাড়লো করোনা। ফের অশনিসংকেত কলকাতায়!

কলকাতা স্বাস্থ্য

দুর্গাপূজার সময় আমরা দেখেছি সকল কেই মাস্ক ছাড়াই ঘুরতে। তারপর ক্র্মেই বেড়ে চলেছে করোনা আতঙ্ক। এক ধাক্কায় করোনা সংক্রমণ- এর সংখ্যা বাড়লো অনেক টাই। ২৪ ঘন্টায় মোট আক্রান্ত- এর সংখ্যা ৮৬৭ জন।

কলকাতাতে ২০০ ছাড়ালো করোনা আক্রান্ত- এর সংখ্যা। পাশাপাশি জেলাগুলিতেও সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কলকাতায় মৃত্যুর সংখ্যা ২ জন এবং রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা ৯ জন।

দুই ২৪ পরগনা তে গতকালের তুলনায় সংক্রমণের হার অনেকটাই বেশি। উত্তর ২৪ পরগনা তে মোট আক্রান্তের সংখ্যা ১২৯ জন তার মধ্যে মৃত্যু ঘটে ৩ জনের। দক্ষিণ ২৪ পরগনা তে মোট আক্রান্তের সংখ্যা ৭১ জন। যেখানে গতকাল ছিল ৬৬ জন।

হাওড়া, হুগলি ও নদীয়া জেলা তেও করোনা বাড়ছে হু হু করে। করোনা পজিটিভ রেট বেড়ে এই মুহূর্তে হয়েছে ২.৪৩ শতাংশ। হাওড়ায় ৬৮ জন করোনা পজিটিভ। নদীয়ায় ৪৮ জন। তার মধ্যে মৃত্যু হয় ২ জনের। পাশাপাশি হুগলি জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৬ জন। যেই জায়গায় গতকাল তার সংখ্যা ছিল ৬৯ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *