গতবছরের করোনা আবহে দূর্গতদের মসিহা হয়ে উঠেছিলেন সনু সুদ। সঙ্গে ইয়াশ বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। কলকাতার পূজা মন্ডপ থেকে শ্রদ্ধা জানানো হয় তাকে। এই শ্রদ্ধায় আপ্লুত হয়েছেন খোদ সনু সুদ।
ইয়াশ বিধ্বস্ত সুন্দরবনের বাসিন্দাদের দুর্দশা কে তুলে ধরে তৈরি হয়েছে কেষ্টপুর প্রফুল্ল কানন এর দূর্গা পূজার মন্ডপ। মন্ডপ টিতে দেখানো হয়েছে, মাছ চাষীদের আদলে তৈরি করা হয়েছে একাধিক অবয়ব। হাতে রয়েছে মাছ ধরার জাল। এই বছরের ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ধ্বংস সুন্দরবনের বিভিন্ন এলাকা। সনু সুদ এর কথা মাথায় রেখে এবারের ভাবনায় তার এক বিশাল আকার স্ট্যাচু তৈরি করা হয়। যেখানে দেখা যাচ্ছে তিনি বন্যা দুর্গতদের সাহায্য করছেন।
এই শ্রদ্ধা দেখে আপ্লুত হয়েছেন খোদ সনু সুদ। মন্ডপের একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন,”এতো ভালোবাসা পেয়ে আমি অভিভূত ও আপ্লুত।যখন সাধারণ মানুষ এই মণ্ডপে এসে সেলফি তুলে আমাকে ট্যাগ করে তখন মনে হয় মা দুর্গা আমাকে ঠিক পথেই চালিত করেছেন।”
তার সাথে অভিনেতা নিজের বাবা-মা কেউ শ্রদ্ধা জানিয়ে বলেন,”আমাকেই তারা অন্যের জন্য বাঁচতে শিখিয়েছেন।”