পুজোর আগে হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে জ্বালানির দাম। গত কয়েক মাসে দাম বেড়ে যাওয়ার যে ট্রেন্ড লক্ষ্য করা গিয়েছে, সেই ট্রেন্ডই আরও স্পষ্ট হতে শুরু করেছে।
এদিকে, দেশের ছয়টি বড় শহরে পেট্রোল , ডিজেলের দাম হু হু করে বেড়েছে। মুম্বই, থেকে কলকাতায় ১০০ টাকা প্রতি লিটার ছাড়িয়েছে পেট্রোলের দাম। একই সঙ্গে সেঞ্চুরির পথে হাঁটছে ডিজেলও। এদিকে উৎসবের মরশুমে পেট্রোলের মূল্য বৃদ্ধিতে এক প্রকার মাথায় হাত মধ্যবিত্তের।
প্রতিদিনই রেকর্ড ভাঙছে জ্বালানির দাম। শনিবার আরও একবার রেকর্ড ছুলো পেট্রোল-ডিজেলের দাম। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ২৯ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ৩৫ পয়সা বাড়ল। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৪ টাকা ৫২ পয়সা হল। ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৫ টাকা ৫৮ পয়সা। উৎসবের মরশুমে এভাবে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় জিনিসপত্রেরও দাম বাড়ার আশঙ্কা করছেন আমজনতা।