অবশেষে উদ্ধার হল ঝাড়গ্রাম চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া চিতাবাঘ। দীর্ঘ ১৮ ঘন্টা পর ধরা পড়ল চিতাবাঘটি। ঘুমপাড়ানি গুলি ছুড়ে চিতাবাঘটিকে ধরলেন বনকর্মীরা।
সূত্রের খবর, আপাতত তাকে পাঠানো হবে বানারহাট রেসকিউ সেন্টারে। এনক্লোজারে রয়েছে দুই ছানা। তাই পালিয়ে গেলেও চিড়িয়াখানা চত্বরেই থেকে গিয়েছিল চিতাবাঘটি। ১৮ ঘণ্টা পর খোঁজ মিলল তার। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে এনক্লোজার টপকে পালিয়ে যায় চিতাবাঘটি। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় ঝাড়গ্রাম চিড়িয়াখানা। এই ঘটনায় বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।