গত ৩ রা অক্টোবর লাখিমপুর খেরির ঘটনায় অগ্নিগর্ব উত্তরপ্রদেশ। আন্দোলনরত কৃষকদের দেহের উপর দিয়ে চলে যায় মন্ত্রী পুত্রের বেপরয়া কনভয়ের চাকা।প্রান হারান ৪ কৃষক সহ ৮ জন। এই ঘটনায় দেশ জুড়ে ধিক্কার উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশীষ মিশ্রের গ্রেফতার ও মন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশ জুড়ে সরব হয়েছে বিরোধি দলগুলি। বিক্ষিপ্ত ভাবে শুরু হয়েছে আন্দোলনও । এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।তবে এখনও অধরা মন্ত্রী পুত্র।
এবার এই ঘটনার প্রতিবাদের ছায়া দেখা গেল মেদিনীপুরে। লাখিমপুর খেরিতে কৃষকদের হত্যায় দোষীদের গ্রেফতারের দাবিতে যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ সইফুলের নেতৃত্বে চলে বিক্ষোভ। মেদিনীপুরে মোহনপুর ব্রিজের কাছে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। আধ ঘন্টা ধরে চলে অবরোধ। এই অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে।সমস্যার মধ্যে পড়েন নিত্য যাত্রীরা।