রবিবার দিন লাখিমপুরে ঘটে যাওয়া ঘটনার পর লোকের মুখে মুখে ঘুরছে আশীষ মিশ্র ওরফে মনু-র নাম। অভিযোগ ওঠে, যে গাড়ির ধাক্কায় ৪ জন কৃষকের প্রাণ যায় সেই গাড়ির স্টিয়ারিং ছিল আশীষ মিশ্রর হাতে।
এই ঘটনার জেরে স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে মৃত কৃষকদের পরিবারের লোকেরাও সুনির্দিষ্টভাবে আশীষ ও তার পিতা অজয় মিশ্রের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন।সুপ্রিমকোর্টে লাখিমপুর মামলার শুনানির দিন সমন পাঠানো হয় মনু কে উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে। শুক্রবার দিন সকাল দশটায় তাকে হাজিরা দিতে হতো, কিন্তু তিনি হাজিরা না দেওয়ায়, সংবাদমাধ্যমের দাবি, গ্রেফতারি এড়াতেই নেপালে পালিয়েছেন মন্ত্রী পুত্র।
সূত্রের খবর, ২০১২ সালে বাবার হাত ধরেই রাজনৈতিক মহলে হাতে খড়ি তার। ২০১২ তে বিধায়ক টিকিট পান অজয় মিশ্র। মনুর ফেসবুক জুড়ে শুধু তার বাবার কাজের পোস্ট থাকতো।কিন্তু ২০১৪ সালে তা বদলে যায় বিজেপি নেতাদের ছবি ও গেরুয়া শিবিরের বিভিন্ন অনুষ্ঠানের ছবিতে। স্থানীয়দের মুখে শোনা যায়, মাঝে মাঝেই হুটার বাজিয়ে ধুলো উড়িয়ে দিগন্তে মিলিয়ে যেতে দেখা যায় মনুর কনভয়। ভালোবাসতেন দামি এসইউভি তাই মাঝেমধ্যেই টহল দিতে বেরিয়ে যেতেন। বিরোধীদের অভিযোগ, গুন্ডামি করে এলাকায় ভয়ের সৃষ্টি করাই ছিল বাবা-ছেলের আসল উদ্দেশ্য। বাবার মতন ছেলেও কুস্তি ভালোবাসায় বিভিন্ন হিংসাত্মক কাজে নাম জড়িয়ে পড়ে মনুর। ওই এলাকা নেপাল সীমান্তবর্তী হওয়ায় বিজেপি নেতা বাবা-ছেলের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ ওঠে। যদিও সেই বিষয়ে কোন প্রমাণ প্রশাসনের কাছে নেই।