অসামাজিক কাজকর্ম রুখতে , হলদিয়ার মোড়ে মোড়ে শুরু হল সিসি ক্যামেরা প্রজেক্ট । হলদিয়া দূর্গাচকে গিরিশ মোড়ে হলদিয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কমিটি ও দোকানদার কমিটির উদ্যোগে সিসি ক্যামেরা লাগানো হলো । অসামাজিক কাজকর্ম রুখতে দুর্গাচক ও সুতাহাটা প্রশাসনের নির্দেশে গিরিশ মোড়ে সিসি ক্যামেরার উদ্যোগ । সিসি ক্যামেরার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুধাংশু শেখর মন্ডল হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুতাহাটা থানার ওসি বিনয় মান্না দেব প্রসাদ মন্ডল হলদিয়া পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান দেব প্রসাদ মন্ডল , রাজকুমার দেবনাথ দুর্গাচক থানার ওসি রাজকুমার দেবনাথ , সুতাহাটা থানার ওসি বিনয় মান্না এছাড়া বিশিষ্ট অতিথিরা। সিসি ক্যামেরা একদিকে যেমন অসামাজিক কাজকর্ম রোধ করবে অপরদিকে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে উন্নতি করবে