একুশের বিধানসভা ভোটের পর বিজেপি সহ অন্যান্য দল থেকে পদত্যাগ করে বিভিন্ন নেতা যোগ দিচ্ছে ঘাসফুল শিবিরে। সর্বভারতীয় স্তরে শক্তি বাড়ছে তৃণমূল কংগ্রেসের। সম্প্রতি প্রাক্তন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় যোগ দিলেন তৃণমূলে।আবার গুঞ্জন শোনা গিয়েছিল মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর মুকুল সাংমাকে নিয়ে। সূত্রে খবর পাওয়া গেছিল তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন, এবং তারপরই গুঞ্জন ছড়ায় তার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে। ফের শোনা যায় মঙ্গলবার কলকাতায় আসবেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। এবং বুধবার তৃণমূলে যোগ দিতে পারেন তিনি।
তৃণমূল নেত্রীর প্রশংসা করেন তিনি। এবং নরেন্দ্র মোদীর দিকে করা চ্যালেঞ্জ ছুড়ে দেন, এবং বলেন – “মমতার ফর্মুলা বাংলায় জিতে গিয়েছে” এরপরই তার পদ থেকে ইস্তফা দেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় কে লড়াকু নেত্রী বলে সম্বোধন করেন। এবং বলেন- “40 বছর ধরে কংগ্রেস করছি ভবিষ্যতেও ওই পরিবারের সদস্য থাকবো আমি।বর্তমানে চারটি দল রয়েছে তার মধ্যে কেবলমাত্র তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এ রকমই লড়াকু নেত্রীর প্রয়োজন দলে। যাদের নীতি চিন্তাভাবনা কর্মসূচি একই ধরনের তাদের কংগ্রেসের মত মানসিকতার দলগুলি একজোট হওয়া প্রয়োজন।” এর আগেও অসমের প্রাক্তন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব তৃণমূলে যোগ দেয়ার পর ফের আর একজন জাতীয় স্তরের নেতা কে ঘাস শিবিরে দিকে টেনে নিয়ে সর্বভারতীয় স্তরে শক্তি বাড়াচ্ছে তৃণমূল।
. @MamataOfficial is a symbol of women empowerment. she is fighting divisive forces and poses a direct challenge to @BJP4India . She is a street-fighter and #Goa needs her. pic.twitter.com/VYc05LBaTN
— Luizinho Faleiro (@luizinhofaleiro) September 27, 2021