কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফর আটকলেও রোম সম্মেলনে বক্তব্য রাখা থেকে আটকাতে পারছেন না। কলকাতা থেকে বক্তব্য রাখবেন রোমের শান্তি সম্মেলনে এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন -” ঈর্ষা করে আমার রোম সফর আটকানো হয়েছে। কতদিন আর এইভাবে আমার বিদেশ সফর আটকাবে কেন্দ্রীয় সরকার।”আগামী নভেম্বরে রোম হতে চলেছে শান্তি সম্মেলন সেখান থেকে আমন্ত্রণ আসে মুখ্যমন্ত্রীর এবং তার জন্য অনুমতি চেয়েছিলেন কেন্দ্রের কাছে। কিন্তু কেন্দ্রের মোদি সরকার সেই সফরে যাওয়ার অনুমতি দেননি।
শনিবার ভবানীপুরের প্রচারে গিয়ে তিনি তার ক্ষোভ উগরে দেন। তিনি বলেন – “বাংলা শান্তি আছে বলে আমাকে ডাক দেওয়া হয়েছে। যারা আমাকে ঈর্ষা করে তারা বলে আমার যাওয়া হবেনা। এইভাবে কতদিন আটকাবে আমাকে। আমি বাংলা থেকে ঐদিন ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেবো। তার জন্য ইতালি সরকার আমাকে সেই অনুমতি দেন। সেজন্য আমি ইতালি সরকারের কাছে ধন্যবাদ জানাই।”এদিনের প্রচার সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানান কথা উঠে আসে। কিন্তু এখনও নিশ্চিত নয় যে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি সরাসরি বক্তব্য রাখবেন নাকি কোন বিশেষ বার্তা দেবেন যা ওখানে চালানো হবে।
এদিনের সম্মেলনে যদি মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতেন তবে তার জনপ্রিয়তা আরো বেড়ে যেতো। আবার যদি তিনি নাও যান ভার্চুয়ালি বক্তব্য রাখেন তাতেও তার জনপ্রিয়তা বাড়বে বৈ কমবে না, উল্টে কেন্দ্রীয় সরকারের মুখ পুড়বে। তিনি জানান এর আগেও নানান বিদেশ সফরে তাকে আটকানো হয়েছে। বিবেকানন্দের শিকাগো ভাষণের 125 বছর পূর্তিতে তাকে যেতে দেওয়া হয়নি। এমনকি কমব্রেজ এবং চিনেও একটি অনুষ্ঠানে তাকে আটকানো হয়েছিল।