বাংলার মুখ্যমন্ত্রী কে রোম সফরে বাধা দিল স্বরাষ্ট্রমন্ত্রক। বিভিন্ন বিতর্ক – এর মধ্য দিয়ে প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ সুব্রক্ষণ্যম স্বামী। তিনি বলেন- ” কোন আইনের বলে মমতা বন্দ্যোপাধ্যায় কে রোম সফরের অনুমতি দিলো না কেন্দ্রীয় সরকার?”
এই প্রশ্নের সম্মুখীন হয় রবিবার মোদি সরকারের বিজেপি সাংসদ টুইট করেন- ” বাংলার মুখ্যমন্ত্রী কে রোম সফরে বাধা কেন দিলেন স্বরাষ্ট্রমন্ত্রক? কোন আইন তাকে রোমে আন্তর্জাতিক সম্মেলনে যাওয়া থেকে আটকাবে? মোদির উদ্দেশ্যে টুইট করা হয়- ” কোন আন্তর্জাতিক সম্মেলনে যাওয়াটা ভারতের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিছু অপদার্থ মানুষের জন্য সেটি বাধা দেওয়ার কোন মানে হয় না। আমার অনুরোধ প্রধানমন্ত্রী যেন এই বিষয়টিকে খতিয়ে দেখে, এবং এই সফরের অনুমতি দেন।”