দেশজুড়ে বনধের ডাক!

উত্তর ২৪ পরগনা দক্ষিন ২৪ পরগনা দেশ পূর্ব মেদিনীপুর রাজ্য হাওড়া

কৃষি আইন বাতিল কে ঘেরাও করে দেশজুড়ে হচ্ছে বনধ। এই বনধের ডাক দেয় সংযুক্ত কিষান মোর্চা। যার প্রভাব পড়েছে বাংলাতেও।দেশের অন্যান্য জায়গাতেও এই বনধের আংশিক প্রভাব পড়তে দেখা গিয়েছে। রাস্তায় চলছে না কোন সরকারি ও বেসরকারি বাস। সকাল থেকেই ঘাটাল ও চাপাডালি মোড়ে পথ অবরোধ করছে বনধ সমর্থকরা। এমনকি রাজধানী দিল্লিতে ও বনধ প্রক্রিয়া চলছে খুবই কড়াকড়িভাবে। যার কারণে দিল্লির একাধিক জায়গায় বিপর্যস্ত হচ্ছে মানুষ। দক্ষিণ 24 পরগনা যাদবপুরে রেল অবরোধ করে কিছু বামপন্থী, যার কারণে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল শিয়ালদা দক্ষিণ শাখায়। উল্টো দিকে উত্তর 24 পরগনা তে ও রাস্তা অবরোধ করে বনধ সর্মথকরা। শিয়ালদা বাজারেও মিছিল করে তারা।

কৃষকদের এই বনধ কে সমর্থন জানায় কংগ্রেস এবং বামপন্থী ছাড়াও আম আদমি পার্টি সহ মোট 12 টি বিজেপি বিরোধী দল অন্ধপ্রদেশের তেলেগু দেশম পার্টি। SUCI – এর পক্ষ থেকে মেদিনীপুরের বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ জানায় এবং বাস আটক করে। এই বনধ কে সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছেন শয়ে শয়ে কৃষক। বন্ধের প্রভাব পড়েছে পাঞ্জাব হরিয়ানা দিল্লিতেও। বন্ধ করা হয়েছে পাঞ্জাব – হরিয়ানা এবং অমৃতসর- দিল্লি জাতীয় সড়ক। তাছাড়াও হাওড়ায় বাম শ্রমিক, ছাত্র-যুব, মহিলা সংগঠন একত্রিত হয়ে শানপুর মোড়ে পিকেটিং করে। এমনকি শহরের হেড অফিসের গেটে তালা দিয়ে দেওয়া হয়। এবং সেখানেও বিক্ষোভ প্রদর্শন করে বনধ সমর্থকরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *