আমেরিকা এবং ভারত হলো বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র। এই দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে হবে,বৈঠকের শুরুতেই এ কথা জানান আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। কোভিড ১৯ – এর মোকাবিলায় আমরা দেখেছি কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত একত্রে কাজ করেছে। আবারো ভারত চায় এই অতি মহামারী ও জলবায়ু পরিবর্তনের মোকাবিলা দুই দেশ মিলে করুক। এদিনের বৈঠক থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাইডেন কে ধন্যবাদ জানান। এবং বলেন, 2016 সালে এবং 2014 সালে বাইডেনের সঙ্গে তাঁর কথা হয় যখন বাইডেন উপরাষ্ট্রপতি ছিলেন। সেই সময় বাইডেনের ভাবনা ভারতের জন্য অনেক প্রেরণাদায়ক ছিল।
বাইডেন জানিয়েছেন আগামী মাসে মহাত্মা গান্ধীর জন্মদিনে তার আদর্শকে তুলে ধরবেন। এবং তার দেখানো রাস্তা অর্থাৎ অহিংসা এবং শান্তির আদর্শের পথে চলবেন। মোদি জানান,দুই দেশ মিলে যে কাজ শুরু করবে তা সকল গণতান্ত্রিক দেশের কাছে দৃষ্টান্ত মূলক হয়ে দাঁড়াবে। বাইডেন বলেন, ৪ মিলিয়ন Indo American আমেরিকাকে আরো শক্তিশালী করে তুলছে।
Quad Summit- এর মূল লক্ষ্য হলো indo pacific অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আধিপত্যের বিরুদ্ধে নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি। এদিনের এই দ্বিপাক্ষিক আলোচনা পর Quad Summit যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট। এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইউ শিহিদে সুগাও।