তবে কি এবার মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ড‌‌ঃ মুকুল সাংমা তৃণমূলে?

দেশ রাজনীতি

সম্প্রতি বহু বিজেপি কর্মী ২১ এর বিধানসভা ভোটের পর তৃণমূলে যোগ দেন। বাংলা হোক বা বাংলার বাইরের রাজ্য, কংগ্রেস ও বিজেপি নেতারা দলে দলে যোগ দিচ্ছেন তৃণমূলে। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যোগ দিয়েছেন তৃণমূলে। অসমের কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব ও তৃণমূলে যোগ দেন। আবারো তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। এবার এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর দলবদল নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে গোটা রাজনৈতিক মহলে। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর মুকুল সাংমার সাক্ষাতের পর তাকে নিয়ে জল্পনা চলছে । সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের দাবি, তার সাথে সরাসরি কথা না বললেও তার একজন অনুগামী নিশ্চিত ভাবে জানান মঙ্গলবার রাতে তার সাক্ষাৎকারের বিষয়টি। সূত্রের খবর মুকুল কোন কাজে কলকাতায় এসেছিলেন। তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে দেখা করেন তিনি।

মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই দলবদলের সুরে কংগ্রেসে যে ফাটল ধরেছে তা স্পষ্ট। এমনকি মেঘালয়ের কিছু বিধায়ক সহ কংগ্রেসের যোগদান মঞ্চ ও কর্মসূচি এড়িয়ে যান তিনি। সেই যোগদান মঞ্চে পাঁচজন সিনিয়র নেতা যোগ দেন তাদের মধ্যে বিশেষ হলেন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রবার্ট গার্নেট লিংগদহ এবং বিধায়ক  পিনস্নাইং ল্যাং সিয়েম। ডক্টর সাংমা বলেন প্রদেশ সভাপতি দলীয় এক নেতার মতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বা এআইসিসি ভিন্সেন্ট এইচ পালাকে রাজ্য ইউনিটের প্রধান হিসেবে বেছে নেওয়ার সময় ডক্টর সাংমা কে গুরুত্ব দেননি। কিন্তু সে ক্ষেত্রে প্রদেশ কংগ্রেসের বর্তমান প্রধান বলেন দলে কোনো ফাটল নেই। তিনি আরো জানান 2023 বিধানসভা নির্বাচনে আমাদের ক্ষমতায় ফিরে আসার জন্য ডক্টর সাংমার অভিজ্ঞতা অনেক বেশি প্রয়োজন। কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে সাংমার মত বন্ধুর প্রয়োজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *