আজ উত্তরপাড়া কোতরং মাতৃমঙ্গল কমিটি কতৃক প্রায় শতাধিক মহিলা দ্বারা সঞ্চালিত প্রভাতফেরীর মাধ্যমে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের শুভ সূচনা হয়। সূর্যসেন পার্কে পতাকা উত্তলন করেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ শ্রী প্রসেনজিৎ দাসগুপ্ত মহাশয়। জাতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ৭৫ টি চারাগাছ রোপণের মাধ্যমে স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপিত হয়।
সন্ধ্যায় বিপ্লবী শহীদ মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তি উন্মোচনের পর এলাকার গর্ব বিশিষ্ট সন্তানদের রত্নগর্ভা মায়েদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর মা শ্রীমতী বকুল রানী চৌধুরী, প্রখ্যাত লেখিকা পুস্পা রানী কর্মকার এবং স্বনামধন্য চিকিৎসক শ্রী রানা দাসের গর্ভধারিণী শ্রীমতী মণিকুন্তলা দাস।
বাঙালি বীর তনয়া স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়েছে একটি সুদৃশ্য তথ্য সমৃদ্ধ ফটো গ্যালারী। এটি আগামী ১০ দিন ব্যাপী সর্ব সাধারণের জন্য সঙ্ঘ প্রাঙ্গনে উন্মুক্ত থাকবে।
সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার প্রতিভাবান ক্ষুদে শিল্পীদের উজ্জল উপস্থিতি প্রশংসনীয়।