শ্রীনগরে এনকাউন্টার, সেনার গুলিতে খতম দুই লস্কর জঙ্গি

ক্রাইম দেশ

শ্রীনগর: কাশ্মীরে গত একমাস ধরে ঘটে যাওয়া নানা ঘটনার পর থেকেই সতর্ক হয়েছে সুরক্ষা বাহিনী। জম্মু-কাশ্মীরের বিভিন্ন সেনা বেস ও ভারত পাক সীমান্তের আশেপাশে ক্রমাগত ড্রোনের উপস্থিতি দেখেই বড় নাশকতার আশঙ্কা করেছে গোয়েন্দারা। তাই আরও জোরালো ভাবে শুরু হয়েছে সন্ত্রাসদমন অভিযান। তাতেই আবারও মিলল সাফল্য। শুক্রবার সেনার গুলিতে শ্রীনগরে খতম হয়েছে দুই সন্ত্রাসবাদী।-

 

 

 

শুক্রবার ভোরে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের ডানমার এলাকায় সেনা জঙ্গির গুলির লড়াইয়ে দু-জন অজ্ঞাতপরিচয়ের সন্ত্রাসবাদী খতম হয়েছে। জঙ্গি উপস্থিতির খবর পেয়েই জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের একটি যৌথ দল ডানমার আলমদার কলোনীতে একটি কর্ডোন ও অনুসন্ধান অভিযান শুরু করে। সুরক্ষা বাহিনী এ অঞ্চলটিকে ঘিরে রেখেছে। এখনও চলছে তল্লাশি।

 

 

 

দুই জঙ্গির খতম হওয়ার কথা নিশ্চিত করে কাশ্মীর পুলিশ ট্যুইট করে জানিয়েছে, “শ্রীনগর এনকাউন্টার আপডেট: অজ্ঞাতপরিচয়ের সন্ত্রাসবাদী নিহত হয়েছেন। অনুসন্ধান চলছে। আরও বিশদ বিবরণ জানানো হবে।” শুক্রবার ভোরে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের ডানমার এলাকায় সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে একটি সংঘর্ষ শুরু হয়েছে তা আগেই ট্যুইট করে জানিয়েছে কাশ্মীর পুলিশ। কাশ্মীরের পুলিশের আইজি বিজয় কুমার বলেছিলেন যে সন্ত্রাসীরা স্থানীয় ছিল এবং তারা লস্কর-ই-তৈয়বা সন্ত্রাসী গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল।

 

 

 

প্রসঙ্গত, বুধবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা শহরে নিরাপত্তা বাহিনীর সাথে লড়াইয়ে তিন জঙ্গি নিহত হয়েছিল। যার মধ্যে একজন পাকিস্তনি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার কমান্ডার আইজাজ ওরফে আবু হুরায়রা। অন্য দু জন স্থানীয় জঙ্গি বলেই জানানো হয়েছি। বিগত একমাস ধরে সন্ত্রাসবাদ দমনে কাশ্মীরে কড়া অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। মিলছে সাফল্য। শীর্ষ জঙ্গি নেতা সহ বেশ অনেকজন জঙ্গিকেই খতম কড়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *