ডিজিটাল ডেস্ক: গঙ্গার পাড়ে সার সার পচে গলে ফুলে ওঠা মৃতদেহ। যতদূর চোখ যায় ভেসে বেড়াচ্ছে কম করে শ’খানেক লাশ। বিহার ও উত্তরপ্রদেশে এমনই দৃশ্যে শিউরে উঠেছিল গোটা দেশ। কোভিড আক্রান্তের শেষকৃত্য সম্পন্ন করতে অপারগ হওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে নদীতে এমন তথ্য সামনে এসেছিল। এবার প্রকাশ্যে আরও ভয়ানক ভিডিয়ো। PPE কিট পরে ব্রিজের উপর থেকে নদীতে ছুঁড়ে ফেলা হচ্ছে করোনায় মৃতের দেহ। এবারও নিশানায় যোগী সরকার।
সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ভিডিয়োটি উত্তরপ্রদেশের বলেই দাবি উঠেছে। সেখানে দেখা যাচ্ছে পিপিই কিট পরে সেতু থেকে দেহ ছুঁড়ে ফেলছে দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুর জেলায় রাপ্তী নদীর ব্রিজের উপরে। দুই ব্যক্তির কীর্তি মোবাইলে তুলে রাখেন তৃতীয় ব্যক্তি। ভিডিয়োটি ভাইরাল হওয়াতেই খুঁজে পাওয়া যায় এই দুই ব্যক্তির পরিচয়। তাতেই জানা যায়, ওই দেহটি এক করোনায় মৃতের দেহ ছিল। ভিডিয়োতে দেখা গিয়েছে যে দুই ব্যক্তিকে তাঁরা মৃতের আত্মীয়। ২৫ মে বলরামপুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, পরে ২৮ মে তাঁর মৃত্যু হয়। মৃত ব্যক্তি ও ভিডিয়োর দুই ব্যক্তিকে পরিচয় নিশ্চিত করেছে বলরামপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তবে অন্তিম সংস্কার না করে কেন মৃতের দেহ নদীতে ছুড়ে ফেলা হল সেই নিয়ে পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে প্রশাসন।