ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াস-এর জেরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। বাদ যায়নি বন্দর শহর হলদিয়াও। নদী-সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসের ফলে ঘর-বাড়ি যেমন ভেসে গিয়েছে, তেমনই মাছ চাষের সমস্ত ভেড়িতে নোনাজল ঢুকে গিয়েছে। ফলে প্রচুর মাছ নষ্ট হয়েছে। সেই সমস্ত ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখলেন হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু। তিনি হলদিয়ার ক্ষতিগ্রস্ত মাছের ভেড়িগুলি ঘুরে ঘুরে দেখেন। মাছ চাষিদের সঙ্গেও কথা বলেন। তাঁদের ক্ষয়ক্ষতির খোঁজ-খবর নেন। পাশাপাশি কীভাবে, কী পদক্ষেপ নিলে ফের ঘুরে দাঁড়ানো সম্ভব হবে, সেই বিষয়ে মাছ চাষিদের পরামর্শও দেন সুমন কুমার সাহু।
পূর্ব মেদিনীপুর জেলায় ১০হাজার ৫০০হেক্টর জলাভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা। উপকূল বরাবর কয়েক হাজার মাছের ভেড়ি রয়েছে। ভরা মরশুমে সমস্ত ভেড়িতে প্রচুর মাছ ছিল। জানা গিয়েছে কয়েক হাজার বাগদা, ভেনামি চিংড়ির ভেড়ি ভেসে গিয়েছে। কোটি কোটি টাকার মাছচাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পুকুরে মিষ্টিজলের মাছচাষ হয়। পুকুরে নোনাজল মিশে জল দূষিত হয়েছে। মিষ্টিজলের মাছ মরে গোটা এলাকায় দূষণ ছড়াচ্ছে। এছাড়াও আংশিক লকডাউনের জেরে শুটকি মাছ বিপণন বন্ধ ছিল। বিপর্যয়ে সেইসব শুটকি মাছ নষ্ট হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, গত বুধবার ইয়াস-এর ফলে হলদি নদীতেও প্রবল জলোচ্ছ্বাস হয়। যার ফলে হলদি নদী সংলগ্ন চিংড়ি খামারগুলির ব্যাপক ক্ষতি হয়েছে। চিংড়ি খামারগুলির প্রায় ৮০ শতাংশ মাছই নষ্ট হয়ে গিয়েছে। যার আনুমানিক বাজার-মূল্য ৫০ কোটি টাকা। এত টাকার ক্ষতি হওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে মাছচাষিদের।
হলদিয়ার পাশাপাশি নয়াচরেও মাছ চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। যদিও সরকারের তরফে মৎস্যচাষিদের সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন হলদিয়ার মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু। হলদিয়ার পাশাপাশি নয়াচরের মৎস্যজীবীদের সঙ্গেও তিনি প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। তিনি জানান, মাছ চাষিদের চিংড়ি সহ অন্যান্য কোন মাছের ভে়ড়ি নষ্ট হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য ইতিমধ্যে রাজ্য সরকারের মৎস্য দফতরে পাঠানো হয়েছে। এমনকি মাছ চাষিদের জাল, হাঁড়ি সহ মাছচাষ-সম্পর্কিত সামগ্রিক ক্ষয়ক্ষতির তথ্য পাঠানো হচ্ছে দফতরে। পাশাপাশি এই প্রাকৃতিক দুর্যোগ ও দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য অনলাইনে মাছ চাষিদের পরামর্শ দেওয়ার ব্যবস্থা করেছে হলদিয়া ব্লক মৎস্য দফতর। এর ফলে মাছ চাষিরা বিশেষ উপকৃত হচ্ছেন বলেও হলদিয়ার মৎস্য আধিকারিকের দাবি।