ভাড়া না বাড়ালে আর চলবে না বাস

কলকাতা জেলার খবর

ডিজিটাল ডেস্ক:করোনার দ্বিতীয় দফার সংক্রমণে রাজ্যে আত্মশাসন-পর্ব মেটার পরেও রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কি একই থাকবে? কলকাতা-সহ রাজ্যের প্রায় সবক’টি জেলায় ভাড়া না-বাড়লে আর বাস না-চালানোর বিষয়ে মোটামুটি একমত বাসমালিকদের বিভিন্ন সংগঠন।
বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়ার পুনর্বিন্যাস না হলে আর বাস চালানো সম্ভব নয় বলে নিজেদের আর্থিক অবস্থার পর্যালোচনা করে জেলায় জেলায় এমনই সিদ্ধান্ত নিয়েছেন বাসমালিকরা। জেলাশাসকদের চিঠি দিয়ে সিদ্ধান্ত জানিয়েও দেওয়া হয়েছে। বাসমালিকদের সংগঠন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলছেন, ‘আমরা একবছর ধরে রাজ্য সরকারের সঙ্গে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আবেদন করে আসছি। কিন্তু কোনও কাজ হয়নি। আমাদের অর্থনৈতিক অবস্থা এখন এতটাই খারাপ যে, আর পুরোনো ভাড়ায় বাস চালাতে পারব না। বিভিন্ন জেলায় আমাদের যে সংগঠন রয়েছে, তারাো একই কথা বলছে।’
জেলাশাকদের চিঠি প্রসঙ্গে উত্তরবঙ্গ বাসমালিকদের সংগঠনের প্রণব মানি এবং আলিপুরদুয়ারের গোপাল চক্রবর্তী বলছেন, ‘যাত্রীদের কথা ভেবে এত দিন টানা হয়েছে। এবার আমাদের অবস্থা সত্যিই খুব খারাপ। অক্ষমতার কথা প্রশাসনকে জানিয়েছি।’ দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর্স অ্যাসোসিয়েশনের সিদ্ধার্থশেখর কাঁড়ার এবং আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সুদীপ রায়ও বলছেন, ‘আত্মশাসনের আগে থেকেই বহু বাস বন্ধ হয়ে রয়েছে। আমরা কথা বলে দেখেছি, বেশির ভাগ বাসমালিকই বাস চালানোর অবস্থায় নেই। আমরা কাউকে জোর করতে পারব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *