বাংলায় বিধিনিষেধে কিছুটা ছাড়, ঘোষণা মমতার

আন্তর্জাতিক কলকাতা খেলাধুলা জেলার খবর দেশ রাজনীতি রাজ্য শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য

ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় বাংলায় বিধিনিষেধে (Lockdown) কিছুটা ছাড় দেওয়া হল। খুচরো দোকানে কিছুটা ছাড় দেওয়া হল। বেলা ১২টা থেকে ৩টে পর্যন্ত খুচরো দোকান খোলা থাকবে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ১০ শতাংশ কর্মী কাজ করতে পারবেন। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোনও নির্মাণ সংস্থা যদি নিজেদের কর্মীদের ভ্যাকসিন দিয়ে কাজ শুরু করতে চায়, তাদের ছাড় দেওয়া হবে। তবে দূরত্ববিধি মেনে চলতে হবে। আগামী ১৬ তারিখ পর্যন্ত জারি থাকবে বিধিনিষেধ। বাংলায় আপাতত বন্ধ থাকছে ট্রেন, বাস. মেট্রো পরিষেবা।

মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে করোনার সংক্রমণ অনেকটা কমেছে’। রাজ্যে ১ কোটি ৪১ লাখ টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মে মাসে ১৮ লাখ ভ্যাকসিন রাজ্য কিনেছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় ।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৮৪ জন এবং করোনা মুক্ত হয়েছেন ১৫ হাজার ৪১০ জন। গত ১ দিনে মৃত্যু হয়েছেন ১৪২ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯১.৯৩ শতাংশ।রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কার্যত লকডাউন জারি করেছে নবান্ন। সুফলও মিলেছে হাতেনাতে দিন প্রতিদিন কমছে সংক্রমণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *