ডিজিটাল ডেস্ক: সুস্থ হয়ে উঠেছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুধবারই হাসপাতাল থেকে ছুটি প্রবীণ বাম নেতার। তবে হাসপাতাল থেকে ছাড়া হলেও এখনই তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরছেন না বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকদের পরামর্শে এবং তাঁর সম্মতিতে আপাতত সিআইটি রোডের একটি সেফ হোমে কয়েকদিন থাকবেন তিনি।
বর্তমানে কাশির সমস্যা অনেকটাই কমেছে। অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা বেড়েছে। জানা গিয়েছে, তাঁর SPO2 লেভেল ৯৫ শতাংশ। পাশাপাশি তাঁর রক্তে শর্করার পরিমাণও স্বাভাবিক। হৃদস্পন্দনও স্বাভাবিক। কথা বলতেও কষ্ট হচ্ছে না আর। খাবারও খাচ্ছেন নিজেই। এদিকে রেমডেসিভিরের ডোজ সম্পূর্ণ করেছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত রাতে ভালো ঘুম হয়েছে বর্ষীয়ান রাজনীতিবিদের। হাসপাতাল থেকে ছাড়া হলেও তাঁকে পর্যবেক্ষণে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
